বাংলাদেশের প্রতিরক্ষা প্রতিনিধিদল পাকিস্তানের অত্যাধুনিক জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছে। বুধবার (১৫ জানুয়ারি) পাকিস্তান সফরের সময় দেশটির বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠককালে এই আগ্রহ তুলে ধরেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে পাকিস্তান বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ সামরিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাংলাদেশের সঙ্গে সামরিক অংশীদারিত্ব আরও গভীর করতে পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বিশেষভাবে যৌথ প্রশিক্ষণ কার্যক্রম এবং সহযোগিতার সুযোগ বাড়ানোর ওপর জোর দেন।
পাকিস্তান বিমান বাহিনীর অত্যাধুনিক প্রযুক্তি এবং স্থানীয়ভাবে উন্নত প্রযুক্তিগত কাঠামোর প্রশংসা করেন লেফটেন্যান্ট জেনারেল এস এম কামারুল হাসান। বিশেষত জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের উৎপাদন ও কার্যক্ষমতা নিয়ে তার আগ্রহ প্রকাশ করেন।
জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানগুলো হালকা ওজনের এবং দিন-রাতের যেকোনো আবহাওয়ায় অভিযান চালাতে সক্ষম। এটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স (পিএসি) এবং চীনের চেঙ্গদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি করপোরেশনের যৌথ উদ্যোগে তৈরি।
মাল্টি-রোল ফাইটার জেট হিসেবে পরিচিত এই যুদ্ধবিমান অত্যন্ত উচ্চতা থেকে হামলা, মাটির কাছাকাছি থেকে বোমাবর্ষণ, শত্রুপক্ষের যুদ্ধবিমানের সঙ্গে আকাশে লড়াই, শত্রুর ঘাঁটির খবর সংগ্রহসহ বিভিন্ন সামরিক কার্যক্রমে সক্ষম।
বৈঠকে দুই পক্ষ সামরিক সহযোগিতা আরও জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে একমত হয়। উভয় দেশের মধ্যে সামরিক অংশীদারিত্ব ভবিষ্যতে কৌশলগত ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে আশা করা হচ্ছে।
এ ধরণের সফর ও আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post