গ্ল্যামারাস অভিনেত্রী পরীমণি টলিউডে নতুন অধ্যায়ের সূচনা করছেন তার প্রথম ভারতীয় সিনেমা ‘ফেলুবক্সী’ দিয়ে। ১৭ জানুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে এই সিনেমা। তবে দুঃখের বিষয়, ভিসা জটিলতার কারণে ছবির প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারছেন না পরীমণি।
সংবাদমাধ্যম এর সঙ্গে আলাপকালে পরীমণি বলেন, ‘মনটা খুবই খারাপ। ভারতে আমার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’ কাল মুক্তি পাচ্ছে। এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে আমি ভিসার জন্য আবেদন করেছিলাম।
কিন্তু ১৪ জানুয়ারি আমার ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়। এখন শুধু মন খারাপ করে বসে আছি। তবে আশা করি, ভবিষ্যতে অবশ্যই যাবো ইনশাআল্লাহ।’
‘ফেলুবক্সী’ সিনেমায় পরীমণি লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে আছেন জনপ্রিয় টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী। আরও অভিনয় করেছেন মধুমিতা সরকার।
দেবরাজ সিনহা পরিচালিত এই থ্রিলারধর্মী সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। সোহম চক্রবর্তী সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। থ্রিলার ঘরানার এই সিনেমায় একাধিক চমক এবং রোমাঞ্চকর কাহিনি দর্শকদের অপেক্ষা করছে।
পরীমণির নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়ে সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার আন্তর্জাতিক অভিষেক দেখার জন্য।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post