ওমানের ওয়ার্ক ও রেসিডেন্সি আইন লঙ্ঘনের অপরাধে বুরাইমির মাহদা এলাকা থেকে ৬৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রম বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে চলমান তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে বুরাইমি গভর্নরেট পুলিশ কমান্ড। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এশীয় এবং আফ্রিকান অঞ্চলের বিভিন্ন দেশের নাগরিক। তবে এরমধ্যে কতজন বাংলাদেশি আছেন তা জানা যায়নি।
গত প্রায় দেড় বছর ধরে বিভিন্ন দেশে ভিসা সীমিত করার পাশাপাশি ২০২৪ সালের শুরু থেকে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করে ওমান সরকার। এতে দেশটিতে থাকা প্রায় এক লাখ অবৈধ বাংলাদেশি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন।
মাঝে ৯৬ হাজার বাংলাদেশিকে বৈধতা দেওয়ার আশ্বাস পাওয়া গেলেও তা বাস্তবায়ন হয়নি। কর্তৃপক্ষ বিভিন্ন সময়ের মত আবারও অবৈধ প্রবাসী ও নিয়োগকর্তাদের যথাযথভাবে আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে।
ওমান থেকে ভিসা নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটিতে বাংলাদেশিদের সংখ্যাও কমেছে। গত একবছরে ওমান থেকে প্রবাসীর সংখ্যা ১ দশমিক ২ শতাংশ কমেছে। সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশির সংখ্যা। শতকরা হিসেবে যা মোট হিসেবের সাড়ে ৯ শতাংশ।
বিমানবন্দরগুলোতেও বাংলাদেশিদের চলাচল কমেছে উল্লেখযোগ্যহারে। দেশটির ব্যস্ততম বিমানবন্দর মাস্কাট এয়ারপোর্টে ২০২৪ সালের প্রথম ১১ মাসে মোট যাতায়াত করেছে ১ কোটি ১৭ লাখ যাত্রী।
যাত্রীসংখ্যায় ভারত-পাকিস্তান শীর্ষ তিনে থাকলেও বাংলাদেশের জায়গা হয়নি। অথচ ভিসা বন্ধের আগ পর্যন্ত বিমানবন্দরগুলোতে বাংলাদেশি যাত্রীর সংখ্যাই ছিলো সবচেয়ে বেশি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post