চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) সংক্রমণের আশঙ্কার প্রেক্ষিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সংক্রমণ প্রতিরোধে ৭টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। এগুলো মেনে চলার মাধ্যমে সংক্রমণ ঝুঁকি হ্রাসের ওপর জোর দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর।
নির্দেশনাসমূহ:
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জনস্বাস্থ্য সুরক্ষায় নিম্নলিখিত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে:
মাস্ক পরিধান: শীতকালীন শ্বাসতন্ত্রজনিত রোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সবসময় মাস্ক ব্যবহার করুন।
সঠিক পদ্ধতিতে হাঁচি-কাশি: হাঁচি বা কাশির সময় নাক-মুখ ঢাকতে বাহু বা টিস্যু ব্যবহার করুন এবং ব্যবহৃত টিস্যুটি ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন।
হাত পরিষ্কার রাখা: নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার বা সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন।
দূরত্ব বজায় রাখা: সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন এবং সর্বদা কমপক্ষে ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখুন।
আক্রান্ত হলে সতর্কতা: শ্বাসকষ্ট বা শারীরিক সমস্যা দেখা দিলে অবিলম্বে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।
হাইজিন মেনে চলা: হাত পরিষ্কার রাখার জন্য ঘন ঘন সাবান বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।
সচেতন আচরণ: স্বাস্থ্যবিধি মেনে নিজের সুরক্ষা নিশ্চিত করুন এবং জনসমাগম এড়িয়ে চলার চেষ্টা করুন।
এই নির্দেশনাগুলো কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে বিমানবন্দর কর্তৃপক্ষ দেশজুড়ে সংক্রমণ ঠেকানোর চেষ্টা করছে। যাত্রী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিচালক।
দেশব্যাপী সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post