শ্রমিক সংকট ও উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতির কারণে রাশিয়ার শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন কার্যক্রম বাংলাদেশসহ অন্যান্য দেশে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।
এর মধ্যে রাশিয়ার অন্যতম বৃহৎ পোশাক প্রতিষ্ঠান গ্লোরিয়া জিনস উল্লেখযোগ্য। বর্তমানে প্রতিষ্ঠানটির রাশিয়াজুড়ে ১৮টি কারখানা রয়েছে, যেখানে মূলত পোশাক ও জুতা তৈরি হয়।
রুশ গণমাধ্যম কমারসান্ত-এর বরাত দিয়ে ইউক্রেনের সংবাদমাধ্যম ইউক্রেইনস্কা প্রাভদা জানিয়েছে, রাশিয়ার পোশাকশিল্পে দক্ষ কর্মীর সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে শ্রমিক সংকট আরও বেড়েছে। পাশাপাশি, দেশীয় কাঁচামাল ও আনুষঙ্গিক উপকরণের নিম্নমানের কারণে রুশ ব্যবসায়ীরা বৈদেশিক পণ্য আমদানির দিকে ঝুঁকছেন।
এ ছাড়া পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাশিয়ার পোশাক শিল্পকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। নিষেধাজ্ঞার কারণে বিদেশি সেলাই যন্ত্রপাতি আমদানি করতে না পারায় রুশ উদ্যোক্তারা আর্থিক লেনদেনে সমস্যায় পড়ছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, রাশিয়ার সালস্ক শহরের একটি সেলাই কারখানা ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। কর্মীদের অন্য কারখানায় কাজ করার প্রস্তাব দেওয়া হলেও, রস্তভ এলাকার কারখানাগুলোর কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
গ্লোরিয়া জিনসের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে, তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
একসময় চীন ছিল রাশিয়ার পোশাক প্রস্তুতকারকদের প্রধান গন্তব্য। তবে বর্তমানে শ্রমিক মজুরি বেড়ে যাওয়ায় চীন আর আকর্ষণীয় থাকছে না। ফ্যাশনশিল্প সংশ্লিষ্ট এক প্রতিনিধি জানিয়েছেন, চীনের তুলনায় বাংলাদেশের মতো দেশগুলোতে শ্রমিক মজুরি অনেক কম।
এর ফলে গ্লোরিয়া জিনস তাদের উৎপাদন ব্যবস্থা বাংলাদেশ, ভিয়েতনাম ও উজবেকিস্তানে স্থানান্তরের পরিকল্পনা করছে। উজবেকিস্তানে তুলার উৎপাদন থাকায় কাঁচামালের সরবরাহ স্থিতিশীল এবং খরচও তুলনামূলক কম। এছাড়া এসব দেশে আধুনিক শিল্পসুবিধা বিদ্যমান থাকায় রুশ কোম্পানিগুলো উৎপাদন কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে পারবে।
রাশিয়ার পোশাকশিল্পের এ পরিবর্তন বৈশ্বিক বাজারে নতুন কৌশল ও বিনিয়োগের দিক নির্দেশনা দেবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post