বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের মধ্যে শক্তিশালী প্রতিরক্ষা জোট গঠনের লক্ষ্যে পারস্পরিক আলোচনা শুরু করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সম্প্রতি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের একটি বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) পাকিস্তানের সেনা সদর দপ্তরে দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামর-উল-হাসানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আইএসপিআরের বিবৃতিতে উল্লেখ করা হয়, দুই দেশ ভাতৃপ্রতিম সম্পর্ক বজায় রেখে বহিঃশক্তির প্রভাব সত্ত্বেও তাদের পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে একমত হয়েছে। বৈঠকে প্রতিরক্ষা খাতে আদান-প্রদান, অংশীদারত্ব এবং সামরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষার বিষয়েও আলোচনা হয়।
পাকিস্তানের সেনাপ্রধান বলেন, “দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অংশীদারত্ব আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে কার্যকর হতে পারে।”
এদিকে, লেফটেন্যান্ট জেনারেল এস এম কামর-উল-হাসান পাকিস্তানের সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, “সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের সেনাবাহিনীর আত্মত্যাগ সাহস ও সংকল্পের এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
গত ১৫ বছর ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত ছিল। তবে সম্প্রতি রাজনৈতিক পালাবদলের পর দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত হয়েছে।
২০২৩ সালের আগস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ নেওয়া হয়। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকারের শপথ নেওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ বাড়তে থাকে।
ইতোমধ্যে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং দীর্ঘ বিরতির পর পণ্য আমদানি-রপ্তানি ও নৌপরিবহন পুনরায় শুরু হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সামরিক সহযোগিতা দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post