সৌদি আরব ভারতীয় কর্মীদের ভিসা প্রদানের ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করেছে। এখন থেকে সৌদিতে যেতে ইচ্ছুক ভারতীয়দের পেশা ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য প্রাক-যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এই নতুন নিয়ম আগামী ১৪ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সৌদিতে অবস্থিত ভারতীয় মিশন।
সৌদি সরকারের জারি করা সার্কুলারে বলা হয়েছে, কাজের ভিসার ক্ষেত্রে পেশাগত দক্ষতার যাচাই এখন বাধ্যতামূলক। ভিসা পাওয়ার আগে প্রার্থীদের তাদের পেশাগত যোগ্যতার যথাযথ প্রমাণ দিতে হবে। এটি সৌদি শ্রমবাজারে দক্ষ কর্মী নিয়োগের প্রচেষ্টার অংশ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে ভারতীয় কর্মীদের সংখ্যা প্রায় ২৪ লাখ। এর মধ্যে ১৭ লাখ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন এবং ৭ লাখ ৮৫ হাজার গৃহকর্মী হিসেবে নিয়োজিত। বাংলাদেশিদের পর সৌদিতে ভারতীয় কর্মীরাই সংখ্যায় দ্বিতীয় অবস্থানে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সৌদি সরকার ছয় মাস আগেই ভারতীয়দের ভিসা প্রদানের ক্ষেত্রে কড়াকড়ি আরোপের প্রস্তাব করেছিল। এই সিদ্ধান্তের মূল কারণ, অনেক ভারতীয় কর্মী পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই সৌদিতে কাজ করতে যান। সৌদি সরকারের দাবি, দেশটিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ কেন্দ্রের অভাব থাকায় কর্মীদের দক্ষতা যাচাই যথাযথভাবে করা সম্ভব হচ্ছে না।
সৌদি আরবের ভিশন-২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে দেশটি উচ্চমানের দক্ষ কর্মী নিয়োগের ওপর জোর দিচ্ছে। এর লক্ষ্য হলো শ্রমবাজারে মানসম্মত কর্মী আনয়ন এবং নিয়োগ প্রক্রিয়াকে উন্নত করা। সৌদি চায়, শুধুমাত্র প্রশিক্ষিত ও দক্ষ কর্মীরাই তাদের দেশে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করুক।
সৌদির এই নতুন নিয়ম দেশটির শ্রমবাজারে ভারতীয় কর্মীদের ভূমিকার ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। তবে এটি দক্ষ কর্মীদের জন্য নতুন সুযোগও সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post