ওমান থেকে ভিসা নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটিতে বাংলাদেশিদের সংখ্যা কমেছে। বিমানবন্দরগুলোতেও বাংলাদেশিদের চলাচল কমেছে উল্লেখযোগ্যহারে। দেশটির ব্যস্ততম বিমানবন্দর মাস্কাট এয়ারপোর্টে গত বছরের নভেম্বর পর্যন্ত প্রথম ১১ মাসে মোট যাতায়াত করেছে ১ কোটি ১৭ লাখ যাত্রী। যার মধ্যে বেশিরভাগই ভারতীয়। ওমানিদের অবস্থান দ্বিতীয় এবং পাকিস্তানিরা আছেন তিন নম্বরে। অথচ ভিসা বন্ধের আগ পর্যন্ত বিমানবন্দরগুলোতে বাংলাদেশি যাত্রীর সংখ্যাই ছিলো সবচেয়ে বেশি।
রয়্যাল ওমান পুলিশের দেওয়া অক্টোবরের ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, গত একবছরে ওমান থেকে প্রবাসীর সংখ্যা ১ দশমিক ২ শতাংশ কমেছে। সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশির সংখ্যা। শতকরা হিসেবে যা মোট হিসেবের সাড়ে ৯ শতাংশ। দেশটিতে বর্তমানে প্রবাসী শ্রমিকের সংখ্যা ১৮ লাখ। এরমধ্যে বাংলাদেশি আছেন ৬ লাখ ৫৬ হাজার, ভারতের ৫ লাখ আর তিনে থাকা পাকিস্তানিদের সংখ্যা ৩ লাখ ৩ হাজার।
গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা বন্ধ করে দেয় ওমান। এতে দীর্ঘসময় পর্যন্ত সবরকমের ভিস্যা ইস্যু বন্ধ হয়ে যায়। অবশ্য সরকারি পর্যায়ে দেনদরবারে পরে দেশটি উচ্চ আয়ের পর্যটক, পেশাজীবীসহ কয়েকটি খাতে ভিসা নিষেধাজ্ঞা শিথিল করে। তবে বহুল আকাঙ্খিত শ্রমিক ক্যাটাগরি এখনো নিষেধাজ্ঞার আওতায় আছে। যার প্রভাব পড়েছে আকাশ পথেও।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, নিকট ভবিষ্যতে ওমানে শ্রমিক ভিসা চালুর কোনো সম্ভাবনা নেই। অপরদিকে অবৈধ প্রবাসীরাও বাধ্য হচ্ছেন দেশ ছাড়তে। ফলে ওমানে প্রবাসীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাগরিষ্ঠতার পরিচয় আর কত দিন থাকবে তা নিয়েও শঙ্কা জাগছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post