ভারতের পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে যুদ্ধ উস্কানোর চেষ্টার মারাত্মক অভিযোগ তুলেছেন। সম্প্রতি কলকাতা পৌর সংস্থার একটি স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে বর্ষীয়ান তৃণমূল নেতা এই দাবি করেন।
শোভন দেব বলেন, “বাংলাদেশের ইউনূস সরকার এখন সংকটে রয়েছে। তারা তাদের জনগণের আস্থা হারাচ্ছে এবং সেই অস্থিরতা ঢাকতে উগ্রপন্থীদের দিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা করছে।”
তিনি আরও উল্লেখ করেন যে, ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর প্রচেষ্টায় বাংলাদেশ বাধা দিচ্ছে। “আমাদের জমিতে কাঁটাতারের বেড়া বসানো আমাদের অভ্যন্তরীণ বিষয়। এতে তাদের সমস্যা কোথায়? কিন্তু তারা বারবার কাজ আটকে দিচ্ছে,” বলেন শোভন দেব।
মন্ত্রীর মতে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনে আন্তর্জাতিক ইন্ধনের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “কিছু বিদেশি শক্তি এই পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলতে চাইছে।”
এই পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকারকে আরও সক্রিয় ও কৌশলী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন শোভন দেব। তিনি বলেন, “আমাদের সীমানা রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।”
শোভন দেবের মন্তব্যের মাধ্যমে সীমান্ত সমস্যা এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক অবস্থা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post