আগামী ১ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে এবং চলতি বছরের ঈদুল ফিতর পালিত হতে পারে ৩০ বা ৩১ মার্চ।
আজ রোববার (১২ জানুয়ারি) আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ও জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান এ তথ্য জানান। খবর গালফ নিউজের।
ইব্রাহিম আল জারওয়ান বলেন, “আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, আর মাত্র সাত সপ্তাহ পর শুরু হতে যাচ্ছে ইসলাম ধর্মের এই পবিত্র মাস।”
জ্যোতির্বিদ্যার পূর্বাভাস অনুযায়ী, যদি রমজান মাস ২৯ দিনে শেষ হয়, তবে ৩০ মার্চ ঈদুল ফিতর পালিত হবে। অন্যদিকে, মাসটি যদি ৩০ দিন পূর্ণ হয়, তাহলে ৩১ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপন করা হবে।
সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ প্রতি বছর আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দেয়। তবে জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে ইসলামিক ক্যালেন্ডারের মাসগুলোর শুরুর সম্ভাব্য তারিখ পূর্বাভাস হিসেবে দেওয়া হয়।
ইসলাম ধর্মের পবিত্রতম মাস রমজান মুসলমানদের জন্য রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এই মাসে মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন এবং সন্ধ্যায় ইফতার করেন। রমজান মাসে সংযম, ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত মুসলমানরা ইতোমধ্যে রমজান ও ঈদের প্রস্তুতি শুরু করেছেন। এবারের রমজান মাস নিয়ে সবার মধ্যে দেখা দিয়েছে বিশেষ আগ্রহ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post