দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনের লক্ষ্যে শিগগিরই একটি রোডম্যাপ ঘোষণা করা হবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি বলেন, দেশের রাজনৈতিক বিভক্তি ও এর নেতিবাচক প্রভাব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। বিশেষ করে বিদেশে রাজনৈতিক দলগুলোর শাখা এবং তাদের কর্মসূচি, মিছিল-স্লোগান, এমনকি ডিম ছোড়ার মতো ঘটনা বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, “বিদেশে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এত শাখা না হলে দেশটির ভাবমূর্তি অনেক ভালো হতো।”
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে, যা অর্থনৈতিক অগ্রগতির পথ সুগম করবে। তিনি উল্লেখ করেন, “রাজনৈতিক অস্থিরতা দূর হলে বিদেশি বিনিয়োগকারীরা আরও বেশি বাংলাদেশে আসবে, যা দেশের অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করবে।”
অনুষ্ঠানে তৌহিদ হোসেন ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “গত চার মাসে ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। এসব প্রচারণায় সীমান্তে যুদ্ধাবস্থা এবং হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।” তিনি বলেন, “এই অপপ্রচার রুখতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রবাসীদের অভিযোগ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে প্রবাসীরা যথাযথ সহায়তা না পাওয়ার কিছু অভিযোগ উঠেছে, তবে সেগুলোর সব সত্য নয়। তবে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির বিষয়ে সরকার কঠোর পদক্ষেপ নেবে।”
রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক অপপ্রচার, এবং প্রবাসীদের সমস্যার সমাধানে সরকারের শক্তিশালী অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
তৌহিদ হোসেনের এই বক্তব্য দেশীয় ও আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের সুনাম পুনরুদ্ধারে সরকারের উদ্যোগের প্রতিফলন বলে বিবেচিত হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post