মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের জন্য নতুন বৈধকরণ প্রকল্প ‘রিক্যালিব্রেশন ৩.০’ চালুর দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্টে এই প্রকল্পের কথা উল্লেখ করা হয়, যা ইমিগ্রেশন বিভাগ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে ঘোষণা করেছে।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান শনিবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে বলেন, ২০২৩ সালের ২৭ জানুয়ারি শুরু হওয়া ‘রিক্যালিব্রেশন ২.০’ প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন শেষ হয়েছে। এর পর থেকে আর কোনো নতুন বৈধকরণ প্রকল্পের ঘোষণা দেওয়া হয়নি।
তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই ভুয়া তথ্য অবৈধ অভিবাসীদের বিভ্রান্ত করতে পারে এবং তাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই সবাইকে এ ধরনের ভুল তথ্য প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
মহাপরিচালক বলেন, “অভিবাসন বিভাগের পক্ষ থেকে কোনও প্রকল্প চালু হলে তা অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে প্রকাশ করা হয়। তাই প্রকল্প সম্পর্কে নিশ্চিত হতে আমাদের অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকেই তথ্য সংগ্রহ করুন।”
তিনি সতর্ক করে বলেন, সঠিক তথ্যের জন্য শুধুমাত্র অভিবাসন বিভাগের অফিসিয়াল সূত্র ব্যবহার করুন এবং কোনও বিভ্রান্তিকর পোস্টের ফাঁদে পা দেবেন না।
এই বিবৃতির মাধ্যমে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ আবারও প্রমাণ করেছে যে, ভুয়া তথ্য প্রতিরোধে তারা সক্রিয় এবং অভিবাসীদের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে সচেতন রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post