সর্বশেষ

প্রবাসীর প্রেমের টানে নাটোরে এলেন মালয়েশিয়ার নারী

প্রবাসীর প্রেমের টানে নাটোরে এলেন মালয়েশিয়ার নারী

সত্যিকারের প্রেম কখনো কোনো বাধা মানে না। এমনই এক নজির দেখা গেল নাটোরের গুরুদাসপুরে। সুদূর মালয়েশিয়া থেকে সিটি হাসনা (৩২) নামের এক নারী তার প্রেমিক আনিছ রহমানের (৪২) কাছে ছুটে এসেছেন।

শনিবার (৪ জানুয়ারি) সকালে সিটি হাসনা তার মায়ের সঙ্গে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুরে আনিছ রহমানের বাড়িতে পৌঁছান। দীর্ঘ ১৪ বছরের প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে সম্পন্ন হতে যাচ্ছে।

২০১০ সালে মালয়েশিয়ায় কাজ করার সময় পরিচয় হয় গুরুদাসপুরের ছেলে আনিছ রহমান ও সিটি হাসনার। সেই পরিচয় থেকে গড়ে ওঠে গভীর প্রেম। পাঁচ বছর আগে তাদের বাগদান সম্পন্ন হলেও ভিসা জটিলতার কারণে সিটি হাসনা বাংলাদেশে আসতে পারেননি। এ সময় আনিছ মালয়েশিয়ায় যাতায়াত করতেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (৫ জানুয়ারি) নাটোর আদালতে আনিছ ও সিটি হাসনার বিয়ে হবে। এরপর পারিবারিকভাবে আয়োজন করা হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনার।

আনিছের ছোট ভাই হক সাহেব বলেন, “আমার ভাই দীর্ঘ সময় অপেক্ষা করেছে এই সম্পর্কের জন্য। আমরা অনেক আনন্দিত যে, তাদের প্রেম সফল হতে যাচ্ছে।”

খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, “মালয়েশিয়া থেকে নারীর আসার ঘটনা আমাদের এলাকায় খুবই ব্যতিক্রম। তাদের সম্পর্ক যেন সফল হয়, এ জন্য শুভকামনা রইল।”

আনিছ রহমান বলেন, “দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক শেষে আমরা এক হতে যাচ্ছি। আমাদের নতুন জীবনের জন্য সবার দোয়া চাই।

সিটি হাসনা ও আনিছ রহমানের এই ভালোবাসার গল্প দেখিয়ে দিল, প্রেমের টানে দূরত্ব বা সংস্কৃতি কোনো বাধা হতে পারে না। তাদের জীবনের নতুন অধ্যায় সুখময় হোক-এটাই সবার প্রত্যাশা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup