পঞ্চগড়ের সীমান্তে ওয়াজ মাহফিলে অংশ নিতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় কিশোর হৃদয় মিয়াকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড বিওপির সীমান্ত পিলার ৭৬৭/৮-এস সংলগ্ন এলাকা দিয়ে হৃদয় মিয়া শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।
গোপন সংবাদের ভিত্তিতে ৫৬ বিজিবি শিংরোড বিওপির একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে। তার কাছ থেকে একটি ভারতীয় মোবাইল ফোন এবং সিমকার্ড উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে হৃদয় মিয়া জানায়, জয়ধরভাঙ্গা নেকিপাড়া এলাকায় একটি ওয়াজ মাহফিলে অংশ নেওয়ার জন্য সে বাংলাদেশে প্রবেশ করেছিল।
পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আবেদনের পর মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতে ফেরত পাঠানো হয়।
ওয়াজ মাহফিলের প্রতি ভালোবাসা কিশোর হৃদয়কে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসতে বাধ্য করে। তবে নিয়ম ভঙ্গ করায় তাকে আটক করা হয় এবং যথাযথ প্রক্রিয়ায় ভারতে ফেরত পাঠানো হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post