সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসাম থেকে ১৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
আসামের স্থানীয় সংবাদমাধ্যম সেন্টিনেল আসাম বলেছে, ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে ১৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ৪ জন নারী এবং ৫ শিশু রয়েছে।
আসামের পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা বেঙ্গালুরু থেকে আসামের গুয়াহাটি হয়ে দক্ষিণ সালমারার মানকাচরে গিয়েছিলেন। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন।
Inter-State movement of infiltrators busted; 16 Bangladeshis nabbed 🇧🇩
In an excellent op carried out by @SSalmaraPolice, 16 illegal Bangladeshis (7 Male, 4 Female & 5 children) who travelled from Bengaluru to Guwahati Railway Station and moved towards South Salmara Mankachar… pic.twitter.com/7ZSr6F5P0t
— Himanta Biswa Sarma (@himantabiswa) December 23, 2024
এক্সে দেওয়া পোস্টে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের সালমারা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ অনুপ্রবেশকারী ১৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। তারা বেঙ্গালুরু থেকে গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করে দক্ষিণ সালমারার মানকাচার জেলায় পৌঁছান। পরে সালমারা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
তিনি বলেন, তদন্তে গ্রেপ্তারকৃতরা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আসাম পুলিশ।
গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হলেন, মো. মেহেদী হাসান, চাঁদ মিয়া, রুমানা আক্তার, মো. রিজওয়ান হাওলাদার, জামাল শেখ, বিউটি বেগম, মুন্নি বেগম, নুসরাত জাহান, রুস্তম শেখ, রুবেল কুরেশী এবং পাঁচ শিশু।
এর আগে, গত সপ্তাহে আসাম পুলিশ ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। আসমা আক্তার নামের ওই বাংলাদেশিকে গ্রেপ্তারের পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post