নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আবিরপাড়া এলাকায় চাঁদাবাজিতে বাধা দিতে গিয়ে কথা কাটাকাটির জেরে আব্দুল হালিম (৩৫) নামে এক সৌদি প্রবাসীকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
গুলিবিদ্ধ আব্দুল হালিমের ভাই আলী হোসেন জানান, আমার ভাই সৌদি প্রবাসী ছিলেন। দুই বছর আগে দেশে এসেছেন। সোমবার সন্ধ্যার দিকে আমাদের বাসার সামনে চাঁদাবাজি করছিলেন ফিরোজ সাগর মামুন এবং আরও কয়েকজন। এ সময় আমার ভাই বাধা দিলে তাদের সাথে কথা কাটাকাটি হয়।
তার দাবি, একপর্যায়ে তারা দেশীয় আগ্নেয়াস্ত্র দিয়ে আমার ভাইকে গুলি করে। এতে আমার ভাই পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়। গুলি করার পরই তারা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আমার ভাইকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নোয়াখালী সোনাইমুড়ি থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post