সাম্প্রতিক সময়ে পবিত্র কাবাঘরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন প্রবাসী এক যুবক, যা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই যুবকের নাম হারুনুর রশিদ। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকার বাসিন্দা। স্থানীয়রা তাকে ‘টোকাই হারুন’ নামেও চেনেন।
গত শুক্রবার আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক উপকমিটির সদস্য সুশান্ত দাস গুপ্তের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে আট সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা জানা যায়নি। স্থানীয়দের মতে, হাইকোর্টের ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত হওয়ার পর এ ঘটনা ঘটে থাকতে পারে।
হারুনের বয়স আনুমানিক ৩৫ বছর। জানা গেছে, তিনি কখনো স্কুলে না গিয়েও ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নিজেকে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন।
স্থানীয় ঠাকুরদিঘী বাজার এলাকায় তিনি একটি কিশোর গ্যাং গঠন করেন এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে সক্রিয় ভূমিকা পালন করেন।
পরবর্তীতে তিনি সৌদি আরবে চলে যান এবং সেখানেও আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকেন। তবে পবিত্র মক্কায় এমন স্লোগান দেওয়ার ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post