এটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও প্রায় তিন দশক আগে এমনই একটি ঘটনা ঘটেছিল ওমানে, যেখানে মরুভূমি একেবারে গিলে ফেলেছিল একটি গ্রাম। দক্ষিণ আল শারকিয়ার জালান বানি বুয়ালির গ্রামবাসীরা সেই সময়কার এক প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী ছিলেন।
ঘটনার সূত্রপাত ছিল প্রাকৃতিক বিপর্যয় থেকে। তার পর, বালুতে চাপা পড়ে ওয়াদি আল মুর নামক গ্রামটি। তবে বর্তমানে সেই গ্রাম ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে।
সম্প্রতি, ওমানি ফটোগ্রাফার হাইথাম বিন নাসের আল আজরির ড্রোনের মাধ্যমে তোলা ছবিগুলি ভাইরাল হয়ে উঠেছে। এর পর থেকেই এই এলাকা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি উঠেছে।
স্থানীয়ভাবে ওয়াদি আল মুর ডুবে যাওয়া গ্রাম নামেই পরিচিত। মরুভূমির গভীরে অবস্থিত হওয়ায় এটি মূল জনপদ থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল, যেখানে বাসিন্দাদের প্রতিদিনের সংগ্রামের মধ্য দিয়ে বসবাস করতে হত।
ধীরে ধীরে বালু জমে গ্রামের বেশিরভাগ বাড়িঘর চাপা পড়ে যায়, এমনকি মসজিদ এবং কিছু উঁচু ভবনের দরজা জানালা পর্যন্ত আটকে যায়। ফলস্বরূপ, গ্রামবাসীরা গ্রাম ছেড়ে আশপাশের শহরগুলিতে চলে যান।
বর্তমানে, নতুন প্রজন্মের অনেকেই তাদের পূর্বপুরুষের সেই গ্রাম এবং বাড়িঘর দেখতে সেখানে আসেন। তবে, ফটোগ্রাফার আল আজরির মতে, এই গ্রামটি একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান। সঠিক পরিকল্পনা এবং অবকাঠামো উন্নয়ন হলে এটি পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post