রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দলের প্রবেশের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য, যেমন পুলিশ, সেনাবাহিনী ও র্যাব, ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটি ঘিরে রেখেছে।
সূত্রের বরাতে জানা গেছে, ডাকাত দল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত সবাইকে জিম্মি করে ফেলেছে। তাদের নিরাপত্তা ও মুক্তির জন্য উদ্ধার অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post