সড়ক দুর্ঘটনার পর সাধারণত দেখা যায় গাড়ি চালকদের মধ্যে উত্তেজনা, বিরোধ বা এমনকি হাতাহাতি। তবে সৌদি আরবের রিয়াদে সাম্প্রতিক এক দুর্ঘটনা এর ব্যতিক্রম একটি ঘটনা সামনে এনেছে, যা সম্প্রীতি ও সৌহার্দ্যের এক উজ্জ্বল উদাহরণ।
এক্স প্ল্যাটফর্মে আল ফারিজ আমিরাতি নামে একজন একটি ছবি পোস্ট করেন, যেখানে তিনি জানান, রিয়াদে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সেই সময়টি ছিল মাগরিবের নামাজের সময়।
দুর্ঘটনার পর দুই গাড়ি চালক তাদের বিধ্বস্ত গাড়ি রাস্তার একপাশে সরিয়ে রেখে একসঙ্গে বসে নামাজ আদায় করেন। এরপর তারা ধৈর্যের সঙ্গে ট্রাফিক পুলিশের জন্য অপেক্ষা করেন। পুলিশ এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তারা শান্তিপূর্ণভাবে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।
https://twitter.com/IKON1436/status/1868178739601019165?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1868178739601019165%7Ctwgr%5Ee33e7ff3f9dcfbdee13e3b7df65d75a47c7f0e48%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Furl%3Dhttps%3A%2F%2Ftwitter.com%2FIKON1436%2Fstatus%2F1868178739601019165
এই ঘটনা নিয়ে কারো মনে কোনো ক্ষোভ বা অভিযোগ ছিল না। পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে অসংখ্য মানুষ এ উদাহরণকে ইসলামিক সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে প্রশংসা করেছেন।
একজন মন্তব্য করেন, “ইসলাম যে শান্তি ও সহমর্মিতার ধর্ম, এই দুই নামাজি তা তাদের আচরণ দিয়ে প্রমাণ করেছেন।”
এ ঘটনাটি সারা বিশ্বে ইতিবাচক বার্তা ছড়িয়েছে এবং মানুষকে সংযম ও শান্তিপূর্ণ আচরণে উদ্বুদ্ধ করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post