মালয়েশিয়ার কোয়ান্তান রাজ্যে বাইপাসে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নেহেরিমা সুলতানা নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার রাস্তা পারাপারের সময় অপরদিক থেকে আসা পেরোদুয়া মাইভি গাড়ির সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
কুয়ান্তান জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার ওয়ান মো. জাহারি ওয়ান বুসু জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় পেরোদুয়া মাইভি গাড়িটি ফুটসাল কোর্ট থেকে ইন্দেরা মাহকোটার দিকে যাচ্ছিল।
এমন সময় পথচারী বাংলাদেশি নারী হঠাৎ বাম দিক থেকে রাস্তার মাঝখানে রাস্তা অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে নিহত হন।
ময়নাতদন্তের জন্য বর্তমানে মৃতদেহ টেন্গু আম্পুয়ান আফজান হাসপাতালে রাখা হয়েছে। এদিকে, দুর্ঘটনার বিষয়ে তদন্তে সহায়তা করতে তথ্য সরবরাহের জন্য প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সড়ক পরিবহন আইন অনুযায়ী, মামলাটি তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post