মালয়েশিয়ায় রবিন মিয়া নামের প্রবাসী বাংলাদেশির স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় দেশটির এক পুলিশ সদস্যসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের ২০ বছর করে কারাদণ্ড হতে পারে।
আদালত সূত্র জানায়, গত ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে কুয়ালালামপুরের জালান পুডুতে ছিনতাইয়ের শিকার হন প্রবাসী বাংলাদেশি রবিন মিয়া। এ ঘটনায় আরিফ মারহালিম নামে এক পুলিশ সদস্যসহ দুইজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তিনি।
মামলার অভিযোগে রবিন মিয়া জানান, আরিফ মারহালিম ও অপর এক ব্যক্তি তার কাছ থেকে আনুমানিক দেড় কেজি ওজনের স্বর্ণের বার, নগদ ৭ হাজার রিঙ্গিত এবং একটি রেডমি নোট ১৩ মোবাইল ফোন ছিনতাই করেন।
মঙ্গলবার আসামি আরিফ মারহালিমকে কুয়ালালামপুরের একটি আদালতে হাজির করা হয়। অপর আসামি পলাতক রয়েছেন। এরপর বিচারকের সামনে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। তবে অভিযোগ অস্বীকারপূর্বক নিজেকে ‘নির্দোষ’ দাবি করেন তিনি।
শুনানির পর বিচারক আসামিকে ১০ হাজার রিঙ্গিতের বিনিময়ে জামিন মঞ্জুর করেন এবং আগামী ২২ জানুয়ারি মামলার পুনঃশুনানির দিন ধার্য করেন।
এই মামলায় মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৯৫ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের বেত্রাঘাদের পাশাপাশি সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post