ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সতর্ক করে বলেছেন, প্রতিরোধ যোদ্ধারা নয়, বরং ইসরায়েলই নিশ্চিহ্ন হবে। তিনি দাবি করেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘প্রতিরোধ অক্ষ’ দুর্বল হওয়ার ধারণা পুরোপুরি ভ্রান্ত। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আলআরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খামেনি তার বক্তব্যে বলেন, “ইসরায়েল ও আমেরিকা মনে করছে, আসাদ সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় ইরান-সমর্থিত প্রতিরোধ অক্ষ ভেঙে পড়েছে। কিন্তু তাদের এই ধারণা একেবারেই ভুল। প্রকৃতপক্ষে, ইসরায়েলের বিনাশ অবশ্যম্ভাবী।”
তিনি আরও বলেন, সিরিয়ার পরিস্থিতিকে কেন্দ্র করে ইহুদিবাদী শাসকগোষ্ঠী ও যুক্তরাষ্ট্র অপরাধ করে চলেছে। তাদের কিছু মিত্র দেশও এ অপরাধে সহযোগিতা করছে। তবে এসব চক্রান্ত ইরানের অবস্থানকে দুর্বল করতে পারবে না।
খামেনি উল্লেখ করেন, “ইহুদিবাদী শক্তি মনে করছে তারা সিরিয়াকে ব্যবহার করে হিজবুল্লাহকে ঘিরে ফেলতে পারবে এবং ধ্বংস করতে পারবে। কিন্তু বাস্তবতা হলো, ইসরায়েলের অস্তিত্বই বিপন্ন হবে।”
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ২০০০ সালে তার পিতা হাফিজ আল আসাদের মৃত্যুর পর ক্ষমতায় আসেন। শাসনের শুরুতে তিনি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরে কর্তৃত্ববাদী নীতিতে পরিচালিত হন। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের দমন-পীড়নের অভিযোগ রয়েছে।
২০১১ সালের আরব বসন্তের প্রভাবে আসাদের শাসন হুমকির মুখে পড়ে। কিন্তু ইরান ও রাশিয়ার সমর্থনে তিনি ক্ষমতায় টিকে যান। তবে সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইরান তাদের সামরিক উপস্থিতি কমিয়ে নেওয়ার ফলে পরিস্থিতি বদলে যায়।
বিদ্রোহীদের সংগঠন হায়াত তাহরির আল শামের অগ্রযাত্রায় সিরিয়ার পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠে। অবশেষে মাত্র তিনটি শহরের নিয়ন্ত্রণ হারানোর পর বাশার আল আসাদ দেশত্যাগ করতে বাধ্য হন। তিনি গোপনে একটি বিমানে করে মাতৃভূমি ত্যাগ করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আরও জটিল আকার ধারণ করছে। ইরানের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে এমন কঠোর বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post