প্রবাসীদের পছন্দের করমুক্ত দেশের তালিকায় শীর্ষস্থানে রয়েছে ওমান। তালিকার প্রথম ৫ দেশের ৪ টিই মধ্যপ্রাচ্যের।
বাকি ৩ দেশ হলো কুয়েত, বাহরাইন এবং আমিরাত। করের বোঝা না থাকায় এসব দেশে বিদ্যমান গড় আয়েই বাড়ি ভাড়া, জীবনযাত্রার ব্যয় ও ইউটিলিটি খরচ মিটিয়েও সঞ্চয়ের সুযোগ আছে।
ফলে প্রবাসীদের পছন্দের তালিকায়ও আছে দেশগুলো। এক্ষেত্রে সবার ওপরে আছে ওমানের নাম। সম্প্রতি আন্তর্জাতিক বীমা ও আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উইলিয়াম রাসেলের ট্যাক্স-ফ্রি রিলোকেশন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিশ্বে করমুক্ত দেশগুলোকে সাধারণত ‘হ্যাভেন’ হিসেবে বিবেচনা করা হয়। এসব দেশে আয়কর না দিয়ে জীবনযাপনের সুযোগ পাওয়া যায়।
প্রতিবেদনে মাসিক জীবনযাত্রার ব্যয়, গড় আয়, ভাড়া ও ইউটিলিটি খরচের মতো বিষয়গুলো বিশ্লেষণ করে প্রতিটি দেশের জন্য ১০-এর মধ্যে একটি ‘রিলোকেশন স্কোর’ নির্ধারণ করা হয়েছে।
২০২৪ সালে ওমানকে সবচেয়ে সাশ্রয়ী ট্যাক্স-ফ্রি দেশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর রিলোকেশন স্কোর ৭ দশমিক ৯২। ওমানে একটি অ্যাপার্টমেন্টের গড় মূল্য প্রতি বর্গমিটার ১০৮ ইউরো, আর মাসিক ভাড়া মাত্র ৪৩৯ ইউরো। দেশটিতে একজন ব্যক্তির জন্য মাসিক জীবনযাত্রার খরচ পড়বে ৬৯৯ ইউরো, সঙ্গে ইউটিলিটি বিল ৯৬ ইউরো।
গড় মাসিক নিট আয় ২ হাজার ৫১ ইউরো হওয়ায় সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে ৮১৭ ইউরো সঞ্চয়ের সুযোগ আছে। যদিও ওমান কিছুদিনের মধ্যেই কর আরোপের বিষয়ে চিন্তাভাবনা করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post