বাংলাদেশের ওষুধ এবার রপ্তানি হবে পাকিস্তানে—এমনটি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানির ব্যাপারে অত্যন্ত আগ্রহী। এর পাশাপাশি, স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করার আশাও প্রকাশ করেন তিনি।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই আগ্রহের কথা জানান পাকিস্তানের হাইকমিশনার।
উল্লেখ্য, প্রায় এক ঘণ্টা ধরে চলা আলোচনা পর্বে, দুই দেশের স্বাস্থ্যসেবা এবং বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। হাইকমিশনার বলেন, “বাংলাদেশের ওষুধ শিল্প এখন ভালো অবস্থানে রয়েছে এবং পাকিস্তান এই খাতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির ব্যাপারে আগ্রহী।”
এই বৈঠকে পাকিস্তানের ডেপুটি হাই-কমিশনার মোহাম্মদ মারুফ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post