কুয়েত প্রবাসী এক ব্যক্তির হাতে এক ব্যক্তির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মূলে রয়েছে এক কিশোরীর যৌন হেনস্তার অভিযোগ। ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশের একটি গ্রামে ঘটেছে।
সংবাদ সূত্রে জানা যায়, আনজানেয়া প্রসাদ নামক এক ব্যক্তি কুয়েতে কর্মরত ছিলেন। তার ১২ বছর বয়সী মেয়ে তাদেরই এক আত্মীয়ের বাড়িতে থেকে পড়াশোনা করত।
অভিযোগ উঠেছে, ৫৯ বছর বয়সী সেই আত্মীয় দীর্ঘদিন ধরে মেয়েটিকে যৌন হেনস্থা করে আসছিলেন। মেয়েটি এই ঘটনা তার বাবাকে জানালে, তিনি বিষয়টি স্থানীয় থানায় পুলিশকে অবহিত করেন।
কিন্তু অভিযোগ, পুলিশ অভিযুক্তকে কেবল মৌখিকভাবে সতর্ক করেই ছেড়ে দেয়। পুলিশের এই পদক্ষেপে অসন্তুষ্ট হয়ে আনজানেয়া কুয়েত থেকে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিজ গ্রামে ফিরে আসেন। ক্ষুব্ধ পিতা অভিযুক্তকে পিটিয়ে হত্যা করেন এবং ঘটনার দিনই কুয়েতে ফিরে যান।
পরবর্তীতে, একটি ভিডিও বার্তায় আনজানেয়া নিজেই এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তিনি জানান, গত ৭ই ডিসেম্বর মধ্যরাতে অভিযুক্ত ব্যক্তি তার বাড়ির বাইরে ঘুমোচ্ছিলেন, সেই সময় তিনি লোহার রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেন। আনজানেয়ার দাবি, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই তিনি বাধ্য হয়ে নিজের হাতে আইন তুলে নিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post