র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগের বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, “এই ধরনের অভিযোগের জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।”
তিনি আরও বলেন, “আমরা চাই এসব বিষয়ে সুষ্ঠু বিচার হোক, এবং র্যাব ভবিষ্যতে কোনো ধরনের অপরাধে জড়িত হবে না—এ বিষয়ে আমি নিশ্চিত।”
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কাওরানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব ডিজি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে আরও কিছু সময় লাগবে বলে জানান। তিনি নিশ্চিত করেন যে, আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে।
র্যাব মহাপরিচালক বলেন, “৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি ঘটে, যার পর র্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তৎপর হন।” তিনি আরও উল্লেখ করেন যে, এই সময়ে র্যাবের ১৬ জন সদস্য বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন, যার মধ্যে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এসব সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, “৫ আগস্টের পর আমরা বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, যেমন—আনসার বাহিনীর বিদ্রোহ, গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীলতা, পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি ইত্যাদি।
এসব পরিস্থিতি মোকাবিলা করতে আমরা কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত সাড়ে ১৪ হাজার আসামি গ্রেপ্তার এবং ২০ হাজার অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।”
র্যাবের ‘আয়নাঘর’ প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি তদন্তাধীন বিষয় এবং এর সম্পর্কে বিস্তারিত তথ্য পরে দেওয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post