ভারতীয় কোস্টগার্ড মঙ্গলবার (১০ ডিসেম্বর) তাদের ফেসবুক এবং এক্স (টুইটার) হ্যান্ডেলে ৭৮ জন বাংলাদেশি নাবিকের ছবি প্রকাশ করেছে। এ নাবিকরা দুটি ট্রলারসহ ভারতের সমুদ্রসীমায় অবৈধ মৎস্য আহরণের অভিযোগে আটক হন।
ছবিতে দেখা যায়, নাবিকরা ট্রলারের ডেকের ওপর হাঁটু গেড়ে বসে আছেন, হাত মাথার পেছনে রাখা। পেছনে ভারতীয় কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি স্পষ্ট। আরেকটি ছবিতে বাংলাদেশের দুটি ট্রলার সাগরে চলতে এবং পরবর্তীতে জেটিতে আনা অবস্থায় দেখা যায়।
ভারতীয় কোস্টগার্ড তাদের পোস্টে জানায়, অভিযানটি পরিচালিত হয় প্যারা দ্বীপের কাছে। আটক ট্রলার দুটি হলো— এফভি লায়লা-২ এবং এফবি মেঘনা-৫। এগুলো বাংলাদেশের দুটি পৃথক প্রতিষ্ঠানের মালিকানাধীন। এফভি লায়লা-২ পরিচালিত হয় এস আর ফিশিং নামের প্রতিষ্ঠানের মাধ্যমে, আর এফবি মেঘনা-৫ সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন।
সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন জানান, সোমবার সকালে ট্রলার দুটি বাংলাদেশের সমুদ্রসীমার মাত্র এক নটিক্যাল মাইলের মধ্যে মাছ ধরছিল। এই সময় ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে নিয়ে যায়। তিনি আরও জানান, বিষয়টি সমাধানে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
In a swift operation, @IndiaCoastGuard apprehended two #Bangladeshi fishing trawlers along with 78 crew for unauthorised fishing in #Indian waters. The vessels have been brought to #Paradip for legal proceedings. #MaritimeSecurity #WeProtect pic.twitter.com/DQDuEANNfZ
— Indian Coast Guard (@IndiaCoastGuard) December 10, 2024
বাংলাদেশ নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম জানিয়েছেন, আটক নাবিকদের মুক্তি এবং ট্রলার ফেরত পেতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। তিনি নিশ্চিত করেছেন যে নাবিকরা নিরাপদ আছেন এবং তাদের শারীরিক অবস্থাও ভালো।
বাংলাদেশ কোস্টগার্ড ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোও দ্রুত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।
বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা সংক্রান্ত এই ঘটনা দুই দেশের সম্পর্ক ও আইনি কাঠামোতে নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে। আটক নাবিকদের দ্রুত মুক্তি এবং আইনি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে উভয় দেশের যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post