সাদেক রিপন, কুয়েত
পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে ও নিজের জীবনমান উন্নয়নে প্রতিদিন বিদেশে পড়ি জমান বাংলাদেশিরা। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় ১ কোটি ২৫ লাখ প্রবাসী বসবাস করেন। এদের বড় একটি অংশ রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কুয়েত, ওমান, কাতার, আরব আমিরাত ও মালয়েশিয়ায়। দেশ থেকে বেকার, অদক্ষ, অর্ধ শিক্ষিত তরুণরা কৃষি কাজে, নির্মাণ শ্রমিক, ক্লিনিং কাজ, গৃহকর্মে কাজ, সিকিউরিটি, কারখানার শ্রমিক হিসেব দেশগুলোতে যাচ্ছেন বাংলাদেশিরা।
প্রবাসে নিজের সুখ আনন্দ ত্যাগ করে পরিবারের সদস্যদের সুখের আশায় ছুটে চলা এই মানুষগুলো যখন বিদেশের মাটিতে স্ট্রোক, দুর্ঘটনায় অথবা অসুস্থ হয়ে মারা যায়, তখন তাদের মরদেহ দেশে পাঠাতে বেশ কষ্ট পোহাতে হয়। মালিকের পক্ষ থেকে নামমাত্র সহযোগিতা পেলেও অনেক প্রবাসীর মরদেহ দেশে পাঠাতে কোনো সহযোগিতা দেওয়া হয় না। তখন এই প্রবাসীর মরদেহ স্বজনদের কাছে পাঠাতে কমিউনিটি বিভিন্ন নেতা ও প্রবাসীদের কাছে হাত পাততে হয়। যার কেউ নেই তার মরদেহ মাসে পর মাস পড়ে থাকে হাসপাতালের হিমাগারে।
এ বিষয়ে আক্ষেপ কুয়েত প্রবাসী নুর আলম মোল্লা বলেন, ‘আমাদের বৈধ পথে পাঠানো রেমিট্যান্স যদি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে আমাদের এত কষ্ট করতে হয় কেনো।” প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন কুয়েত মীরসরাই সমিতির সভাপতি মোহাম্মদ কামাল হোসেন।
আরো পড়ুন:
হুন্ডি কী বা হুন্ডি কাকে বলে ?
মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর
ওমান প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা
নতুন অভিবাসী আইনে বাড়ছে কারাদণ্ড, কমছে জরিমানা
প্রবাসীর আয়ের টাকায় কেনা জমির ভাগ চাওয়ায় প্রবাসীকেই খুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
