প্রবাসীরা আমাদের রিজার্ভের অবস্থা ভালো রেখেছেন, নানা সংকটের মধ্যেও আমাদের রিজার্ভ ভালো আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘রিজার্ভ তলানিতে আছে, এটা সঠিক নয়, রিজার্ভ ভালো আছে। এই ভালোটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইবোনদের কারণে। তাঁরা দিনরাত কষ্ট করছেন। দেশে টাকা পাঠাচ্ছেন। প্রবাসীরা আমাদের মাথার মুকুট।’
সুনামগঞ্জ জেলা পরিষদ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকীর আলোচনা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। শনিবার দুপুরে পৌর শহরের হাসনরাজা মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নূরুল হুদা।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জ্বালানি তেল, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের ঘাটতির বিষয়ে তাঁর বক্তব্যে আরও বলেন, ‘এসব সমস্যার কারণে মানুষের কষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রী সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন। সুরঙ্গের শেষ প্রান্তে আলোর রেখা দেখা যাচ্ছে। বৈশ্বিক নানা পরিবেশ, পরিস্থিতি দেখেই বলছি, কোনো গণক বলেনি। সংকট কাটবে। সামনের মাস থেকে সবকিছু স্বাভাবিক হতে শুরু করবে বলে আমরা আশাবাদী।’
পরিকল্পনামন্ত্রী সরকারপ্রধানের পক্ষে এ জন্য জনগণকে ধৈর্য, সহনশীলতা ও সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, শেখ হাসিনা দেশের সব অঞ্চলের মানুষের জন্য সুষম উন্নয়ন নিশ্চিতে কাজ করছেন। এটা সহজ নয়। বাধা আছে। যাঁরা কেকের ওপরের মাখন খেতে চান, তাঁরা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। উন্নয়নের প্রবহমান স্রোত যেন না থামে, এ জন্য শেখ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, জীবন ভয়ের নয়, সাহসের, আনন্দের। তাই জীবনকে উপভোগ করতে হবে। ন্যায়, নৈতিকতা প্রতিষ্ঠায় কাজ করতে হবে। মন থেকে হীনম্মন্যতা মুছে ফেলতে হবে। বাঙালি হিসেবে গর্ব করে নিজেদের পরিচয় তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াহাব রাশেদ। এ ছাড়া বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, প্রবীণ শিক্ষক যোগেশ্বর দাশ, শিক্ষার্থী চন্দ্রিমা রহমান ও জুবায়ের আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ও সংস্কৃতিকর্মী দেওয়ান গিয়াস চৌধুরী। জেলা পরিষদের পক্ষ থেকে ২০২১ সালে সুনামগঞ্জ জেলায় এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১৭৫ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১০১ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
আরো পড়ুন:
হুন্ডি কী বা হুন্ডি কাকে বলে ?
মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর
ওমান প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা
নতুন অভিবাসী আইনে বাড়ছে কারাদণ্ড, কমছে জরিমানা
প্রবাসীর আয়ের টাকায় কেনা জমির ভাগ চাওয়ায় প্রবাসীকেই খুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
