নতুন তেল ক্ষেত্রের সন্ধান পেলো ওমান। দেশটির জ্বালানি ও খনিজ মন্ত্রী জানিয়েছেন, ওমানি তেল কোম্পানি নতুন এ তেল ক্ষেত্রটির সন্ধান পেয়েছে। আশা করা যাচ্ছে নতুন ক্ষেত্র থেকে আগামী দুই বা তিন বছরে ৫০ হাজার থেকে ১ লাখ ব্যারেলের তেল উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখবে।
জ্বালানি ও খনিজ মন্ত্রী মোহাম্মদ বিন হামাদ আল রামাহি বলেন, নতুন তেল ক্ষেত্রটির বিষয়য়ে প্রচার অব্যাহত রাখার জন্য দেশের সকল সংবাদ সংস্থাকে আহ্বান জানানো হয়েছে। আশা করা যাচ্ছে নতুন এ ক্ষেত্রটিতে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এ ক্ষেত্রটিতে যে পরিমাণ তেল মজুদ রয়েছে তা দিয়ে আগামী ২ বা ৩ বছর দেশের মোট তেল উৎপাদনে বড় ধরনের ভূমিকা রাখবে। বর্তমানে ওমানের অশোধিত তেলের মজুদ রয়েছে ৫.২ বিলিয়ন ব্যারেল। যেখানে গ্যাসের মজুদ প্রায় ২৪ ট্রিলিয়ন ঘনফুট। সূত্র: টাইমস অব ওমান
আরো পড়ুন:
মোটরসাইকেল দুর্ঘটনায় ওমানে এক বাংলাদেশী প্রবাসী নিহত
এখন থেকে ওমান যেতে বাংলাদেশী শ্রমিকদের লাগবেনা ভিসা
অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য
অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম দুই মুসলিম মন্ত্রী শপথ গ্রহণ করেছেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
