চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৫ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় পৌনে ১৭ লাখে।
তবে, মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কমছে নতুন শনাক্ত ও মৃতের সংখ্যা। সেইসাথে বাড়ছে নতুন সুস্থের সংখ্যাও। দেশটিতে বর্তমানে সুস্থতার সূচক ৯৮.৪ শতাংশে। বুধবার (২৩-মার্চ) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৯৯ জন এবং মৃতের সংখ্যা শূন্যের কোঠায়।
দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৮২০ জন এবং মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ৭৫৭ জন। এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ২৫০ জন।
গত ২৪ ঘন্টায় হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৮ জন। সেইসাথে সমগ্র ওমানের হাঁসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৮৬ জন। যাদের মধ্যে আইসিইউতে আছেন ১৬ জন।
এদিকে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১৩৪ জন এবং মৃতের সংখ্যা একজন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৯৮০ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১১৮ জনে। শনাক্তের হার ১ দশমিক ২৭ শতাংশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post