মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আবারও ড্রোন হামলা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বলছে, বুধবার ভোরের দিকে আমিরাতের জনবসতিহীন একটি এলাকার আকাশসীমায় ঢুকে পড়া তিনটি ড্রোন প্রতিহত করা হয়েছে। গত কয়েক সপ্তাহের মধ্যে উপসাগরীয় অঞ্চলের অন্যতম বাণিজ্যিক এবং পর্যটন কেন্দ্র এই দেশটিতে এ নিয়ে চতুর্থবারের মতো হামলা হয়েছে।
গত সোমবার ইসরায়েলের প্রেসিডেন্টের সফরের দিনসহ আরও অন্তত তিনবার আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়। এই তিন বারের হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াইরত ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী।
আমিরাতে নতুন করে হামলা চালানোর ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি হুথিরা। তবে সর্বশেষ বুধবার ভোরের দিকে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ড্রোন হামলার দায় স্বীকার করেছে প্রায় অপরিচিত একটি গোষ্ঠী। ‘ট্রু প্রোমিজ ব্রিগেড’ নামের এই গোষ্ঠী আমিরাতে ড্রোন হামলার দায় স্বীকার করেছে বলে যুক্তরাষ্ট্র-ভিত্তিক জিহাদি কার্যক্রম পর্যবেক্ষণকারী গ্রুপ সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটে জানানো হয়েছে।
এর আগে, গত বছরের জানুয়ারিতে সৌদি আরবে একবার ড্রোন হামলার দায় স্বীকার করেছিল ট্রু প্রোমিজ ব্রিগেড। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা যেকোনও ধরনের হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত এবং বাণিজ্যিক নিরাপদ স্বর্গ হিসেবে আমিরাতের যে সুনাম রয়েছে তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post