এক কোটি টাকার লটারি জিতলো ওমান প্রবাসী রেঞ্জিথ গত ৩ ডিসেম্বর অনুষ্ঠিত আবুধাবি ড্রতে এক কোটি দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছে ওমানের ভারতীয় প্রবাসী রেঞ্জিথ ভেনুগোপালান উন্নিথান। তিনি বলেন, “আমার স্বপ্ন ছিলো আমি লটারি জিতবো।
কিন্তু কখনো ভাবিনি যে আমি এত বড় কোনো প্রাইজ জিতব। আমি আমার পাঁচজন ভারতীয় বন্ধুর সাথে যৌথভাবে গত ২৭ নভেম্বর ৫৪ ওমানি রিয়াল খরচ করে অনলাইনে লটারিটি ক্রয় করি।” ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, “রেঞ্জিথ ভারতের কেরালার বাসিন্দা তিনি ওমানের একটি স্বনামধন্য মলে অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কর্মরত রয়েছেন।
তিনি মাস্কাটে ১২ বছর ধরে বসবাস করেন। এর আগে তিনি দুই বছর আগে একই লটারি ক্রয় করেছিলেন। কিন্তু সেবার কোনো পুরস্কারের দেখা পাননি তিনি। এবারের টিকিটের ভাগ ছয় বন্ধুর মধ্যে ভাগ করে দেওয়া হবে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post