জার্মানির মানহাইম বিশ্ববিদ্যালয়ে বড় ছুরি হাতে থাকা এক ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। পুলিশের অস্ত্র ব্যবহার নিয়ে তদন্ত শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ফ্যাকাল্টি ভবনের গ্রন্থাগারে এই ঘটনা ঘটে। ওই সময় ভবনের অন্যত্র পাঠদান চলছিল।
পুলিশ বলছে, ৩১ বছর বয়সী এক জার্মান নাগরিকের হাতে বড় ছুরি ছিল। তিনি গ্রন্থাগারের এক কর্মীকে আঘাত করেছিলেন। ‘হুমকি পরিস্থিতি’ তৈরি হওয়ায় পুলিশ গুলি করেছে বলে দাবি করা হয়েছে।
সরকারি কৌঁসুলি বলেন, কয়েক দফা খারাপ আচরণের কারণে নিহত ব্যক্তিকে গ্রন্থাগারে নিষিদ্ধ করা হয়েছিল।
পুলিশ আগে থেকেই ও ব্যক্তিকে চিনতো।
বাডেন-ভ্যুর্টেমব্যার্গ রাজ্যের ক্রিমিনাল পুলিশ অফিস পুলিশের অস্ত্র ব্যবহারের বিষয়টি তদন্ত করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post