টাঙ্গাইলের মির্জাপুরে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছেন প্রবাসী টুটুল মিয়ার স্ত্রী সালমা আক্তার। স্বামীর পাঠানো প্রায় ৬০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে প্রেমিক আব্দুল কাদেরের সঙ্গে ৫ বছরের শিশুপুত্রসহ পালিয়ে গেছেন তিনি। স্ত্রীর খোঁজে দেশে ফিরেছেন সৌদি প্রবাসী টুটুল, কিন্তু মামলা দায়েরের প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো স্ত্রী-সন্তানের কোনো সন্ধান মেলেনি।
টুটুল মিয়ার অভিযোগ, বিয়ের পর স্ত্রী ও সন্তানকে রেখে তিনি জীবিকার তাগিদে সৌদি আরব যান। দীর্ঘ প্রবাস জীবনে তিনি স্ত্রী সালমার নামে মোবাইল ও ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় ৬০ লাখ টাকা পাঠান। এসব টাকা দিয়ে স্ত্রী তার বাবার বাড়িতে জমি ও পাকা ঘর কেনেন এবং ভাইয়ের জন্য খরচ করেন প্রায় ২০ লাখ টাকা। এছাড়া প্রেমিক আব্দুল কাদেরের জন্যও একটি পাকা ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন সালমা।
অভিযোগ অনুযায়ী, টুটুল দেশে না থাকার সুযোগে স্ত্রী সালমা আক্তারের সঙ্গে প্রতিবেশী বখাটে আব্দুল কাদেরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কৌশলে সমস্ত টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাৎ করার পর ১৮ মার্চ ৫ বছরের ছেলেকে নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান সালমা।
ঘটনার পর প্রবাসীর বোন তাসলিমা আক্তার বাদী হয়ে সালমার বাবা, মা ও ভাইয়ের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। তবে ২৯ দিন পার হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি এবং নিখোঁজ মা ও সন্তানকেও উদ্ধার করা সম্ভব হয়নি।
মামলার বিষয়ে জানতে চাইলে মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালাচ্ছে। তবে সালমা ও তার প্রেমিকের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না। নিখোঁজ প্রবাসীর পরিবার দ্রুত বিচার ও উদ্ধার চেয়ে পুলিশের সহযোগিতা কামনা করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
