সৌদি আরবে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতি দিন দিন আরও গুরুতর আকার ধারণ করছে। দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম) মক্কা ও মদিনাসহ বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে। জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চল, রাজধানী রিয়াদ এবং দক্ষিণপশ্চিমাঞ্চলের আসির ও জাজান প্রদেশে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এসব অঞ্চলে কমলা সতর্কতা জারি করা হয়েছে। মক্কা ও মদিনা শহরে টানা বৃষ্টিপাতের ফলে সড়ক যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।
এনসিএম জানিয়েছে, বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চলে পানি জমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। কিছু এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি আরবের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধারে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে জেদ্দা সিটি করপোরেশন বন্যা মোকাবিলায় ৪ হাজারের বেশি কর্মী নিয়োগ করেছে।
জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে। যাত্রীদের সর্বশেষ তথ্য জানার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
বন্যার দৃশ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, প্রবল স্রোতে গাড়ি ভেসে যাচ্ছে এবং বেশ কিছু ভবনের নিচতলা পানিতে তলিয়ে গেছে।
ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। জনগণকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হয়।
সৌদি সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার ধ্বংসযজ্ঞ জনজীবনে গভীর প্রভাব ফেলছে।