কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার চার দিনের কাতার সফরের সমাপ্তি দিনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

২৫ এপ্রিল, ২০২৫ শুক্রবার দোহার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। অধ্যাপক ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বৈঠকের তথ্য প্রকাশ করা হয়েছে।

এই চারদিনের সফরকালে, অধ্যাপক ইউনূসের কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনার কথা ছিল।

‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অংশ নিতে অধ্যাপক ইউনূস ২২ এপ্রিল, ২০২৫ সোমবার সন্ধ্যায় দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তাকে এবং তার সফরসঙ্গীদের নিয়ে সোমবার রাতে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post