ওমানের উদ্বেগজনক হারে বেড়েছে বিবাহবিচ্ছেদের সংখ্যা। এই বৃদ্ধির জন্য সোশ্যাল মিডিয়া অনেকাংশে দায়ী বলে মনে করেন সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তাদের মতে, মহামারীর শুরু থেকে এই হার বেড়েছে। বুধবার (৩১ মে) টাইমস অব ওমানের প্রতিবেদনে বলা হয়, দিনে ১৬ টি করে বিবাহ বিচ্ছেদ হচ্ছে ওমানে। যা দেশটির জনসংখ্যা অনুপাতে আশংকাজনক। দেশটির সরকারী তথ্য মতে ১০ বছর আগের তুলনায় এখন বেশি নারী বিবাহবিচ্ছেদ চাইছেন এবং ২০২১ সালে সমস্ত বিবাহবিচ্ছেদের ৬৭ শতাংশ নারীরাই চেয়েছেন।
সম্প্রতি আল শাবিবা রেডিওর সাথে কথা বলার সময়, সামাজিক উন্নয়ন মন্ত্রনালয়ের পারিবারিক পরামর্শ এবং নির্দেশিকা পরিচালক ডাঃ জালাল বিন ইউসুফ আল মুখাইনি বলেছেন, আমরা ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত ওমানের বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখেছি। সরকারী পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালে দেশে ৬ হাজার বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করা হয়েছে অর্থাৎ প্রতিদিন গড়ে ১৬টি মামলা এবং ২০২০ সালের তুলনায় প্রায় ৭৫ শতাংশ মামলা বৃদ্ধি পেয়েছে।
২০২০ সালে ওমানে বিবাহবিচ্ছেদের হারও আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে, মহামারী দ্বারা সৃষ্ট চাপ এর অন্যতম প্রধান কারণ। ওমানে ২০২০ সালে কমপক্ষে সাড়ে চার হাজার বিবাহবিচ্ছেদের সার্টিফিকেট জারি করা হয়েছিল, যার অর্থ দিনে প্রায় নয়টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
বিয়ের ক্ষেত্রে, ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশন, (এনসিএসআই) অনুসারে, ওমানিদের বিয়ে ২০২০ সালে ১৮ হাজার থেকে বেড়ে ২০২১ সালে ৩৯ হাজার হয়েছে। আল মুখাইনি বলেছেন, পরিসংখ্যান আমাদের আজকের বিশ্বের একটি ভয়াবহ চিত্র দেয়। এমনকি আমার সন্দেহ আছে যে প্রদত্ত পরিসংখ্যান সম্পূর্ণ এবং সঠিক কিনা। আমি শুনেছি আরও বিবাহবিচ্ছেদের ঘটনা থাকতে পারে যা রিপোর্ট করা হয়নি। অল্পবয়সী এবং কম শিক্ষাগত ও অর্থনৈতিক স্তরের গোষ্ঠীর মধ্যে বিবাহবিচ্ছেদের প্রবণতা বাড়ছে।
আল মুখাইনি নব-বিবাহিত দম্পতিদের উপর সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা দেখি অল্পবয়সী বিবাহিত দম্পতিরা তাদের নিজস্ব ধারণা নিয়ে চলে যাচ্ছে, বিশ্বাস করে যে বিয়ে সবই রঙিন এবং প্রেমে পূর্ণ। কিন্তু বাস্তবতা হল যে উভয়ের মধ্যে অনেক সমন্বয় করতে হবে। যখন নিজেদের মধ্যে বোঝাপড়া অভাব দেখা দেয়, তখনই ফাটল সৃষ্টি করে। কখনও কখনও, জীবনের প্রতি প্রত্যাশা উভয়ের জন্য আর্থিক সমস্যাগুলোর সাথে পৃথক হয় যা প্রায়শই সংঘর্ষের দিকে পরিচালিত করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post