এখন থেকে হায়া কার্ড ছাড়াই ওমান থেকে কাতার যেতে পারবেন প্রবাসীরা। মঙ্গলবার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ফুটবল বিশ্বকাপের উন্মাদনা বাড়াতে এখন থেকে জিসিসি তালিকাভুক্ত দেশ থেকে কাতার যেতে হায়া কার্ডের প্রয়োজন নেই। এখন থেকে ওমান, সৌদি, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের নাগরিক ও প্রবাসীরা এই সুবিধা পাবেন।
উপরে উল্লেখিত দেশগুলোর ফুটবল ভক্তরা যারা কাতারে আসতে ইচ্ছুক তারা হায়া প্ল্যাটফর্মের নিবন্ধন ছাড়াই কাতারে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে তাদের বাসে করে স্থল বন্দর দিয়ে প্রবেশ করতে হবে। স্থলবন্দরের মাধ্যমে সমস্ত ভ্রমণকারীদের জন্য বাসের ব্যবস্থাও করা হবে এবং ফি ছাড়াই দর্শনার্থীদের জন্য পার্কিংয়ের জায়গা বরাদ্দ করা হবে।
এক বিবৃতিতে কাতার স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, জিসিসিভুক্ত দেশগুলোর নাগরিক ও বাসিন্দারা তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে স্থলবন্দর দিয়ে ৮ ডিসেম্বর থেকে কাতারে প্রবেশ করতে পারবেন। তাদের আগমনের কমপক্ষে ১২ ঘন্টা আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অনুমতির জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে কোনও গাড়ির এন্ট্রি পারমিট ফি লাগবে না।
তবে, যারা কোনও স্টেডিয়ামে সরাসরি ম্যাচ দেখতে চান সেক্ষেত্রে হায়া অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিবন্ধন করতে হবে। ফুটবল বিশ্বকাপ উপভোগ করার সুযোগ করে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হায়া কার্ড হচ্ছে একটি ব্যক্তিগত ফ্যান আইডি যা ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ এর যে কোনও ম্যাচে অংশ নেওয়ার জন্য প্রয়োজন হয়।
আরও পড়ুন:
ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ : আমানত নিয়ে
প্রবাস থেকেই খোলা যাবে বিকাশ ও নগদের
ওমান প্রবাসী বাংলাদেশি ‘শীর্ষ সন্ত্রাসী’র লাশ
বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিলো ওমানের
শিশু আয়াতকে খুন করার ভয়ঙ্কর বর্ণনা দিলো অপরাধি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post