এবারের পহেলা বৈশাখে হেলিকপটার রাইডের টিকিট জেতার সুযোগ দিচ্ছে পাঁচতারকা হোটেল ঢাকা রিজেন্সি। এ ছাড়াও বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে অতিথিদের জন্য ঢাকা রিজেন্সি আয়োজন করেছে সুস্বাদু বাঙ্গালি খাবারের সমারোহে বর্ণিল বৈশাখী মেলা।
সোমবার গোটা দিন অতিথিদের জন্য রঙে রসে বিভিন্ন বাঙালিয়ানা ও ঐতিহ্যবাহী আয়োজনে সমৃদ্ধ বর্ণাঢ্য কর্মসূচি চলবে ঢাকা রিজেন্সিতে। থাকবে লালন সঙ্গীত, বাউল গান ও পুঁথি গানের আসর। গান ও উৎসবের আয়োজনে বাড়তি মাত্রা যোগ করতে থাকছে বৈশাখী ফটো বুথ, গ্যামিং জোন, ফেস পেইন্ট, মেহেদি উৎসব, চুড়ির মেলা, সঙের খেলা, হাওয়াই মিঠাই এবং বায়স্কোপ।
পাশাপাশি এবার পহেলা বৈশাখ উদযাপন আরও স্মরণীয় করে রাখতে কাপলদের জন্য প্রবাসীর হেলিকপ্টার দিচ্ছে ঢাকা সিটি রাইড। এছাড়াও থাকছে ঢাকা-কক্সবাজার-ঢাকার কাপল এয়ার টিকেট জেতার সুবর্ণ সুযোগ। সঙ্গে স্পেশাল মূল্যে বৈশাখী পান্তা-ইলিশ, দেশীয় ঐতিহ্যবাহী বাঙালি এবং আন্তর্জাতিক মুখরোচক খাবারে সাজানো বুফে ভোজ তো থাকছেই।