গোটা বিশ্বের নজর এখন ওমানের দিকে। সম্প্রতি ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর যে সম্ভাবনা দেখা দিয়েছে তা মীমাংসার গুরুদায়িত্ব নিয়েছে বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশটি। আগামী শনিবার ওমানের মধ্যস্থতায় পরোক্ষ উচ্চ-স্তরের আলোচনার জন্য মিলিত হবে ইরান ও আমেরিকা।
মঙ্গলবার এক এক্স বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ তথ্য নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পরে জানিয়েছে, আরাঘচি মধ্যপ্রাচ্যে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করবেন। ওমানে এ বৈঠক অনুষ্ঠিত হবে এবং দেশটি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে।
এর আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার এক আকস্মিক ঘোষণায় বলেছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান ‘সরাসরি’ আলোচনা শুরু করতে প্রস্তুত। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মতে, ওমানের ওই আলোচনা হবে ‘পরোক্ষ’। কঠোর সতর্কতা জানিয়ে ট্রাম্প বলেছেন, “আলোচনা সফল না হলে ইরান বিরাট বিপদে পড়বে।”
সম্প্রতি পারমাণবিক কর্মসূচী নিয়ে সরাসরি আলোচনার দাবি জানিয়ে এতে রাজি না হলে ইরানে বোমা মারার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পরে ইরান ট্রাম্পের ‘সরাসরি আলোচনার’ সেই দাবি প্রত্যাখ্যান করলেও ‘পরোক্ষ আলোচনা’ চালিয়ে যেতে চায় বলে জানিয়েছে। সোমবার হোয়াইট হাউজের ওভাল দপ্তরে সফরকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে শনিবারের এই আলোচনা হবে অত্যন্ত উচ্চ পর্যায়ের।