কক্সবাজারে সাগরপথে পাচারকালে নারী ও শিশু উদ্ধার, আটক দালাল

কক্সবাজারে সাগরপথে পাচারকালে নারী ও শিশু উদ্ধার, আটক দালাল

Probash Time Whatsapp Channel

সাগরপথে মালয়েশিয়ায় রোহিঙ্গা পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। টেকনাফের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এ সময় এক পাচারকারী দালালকেও আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তি নেজাম উদ্দিন (২০), টেকনাফ সদর ইউনিয়নের হাজম পাড়ার বাসিন্দা। উদ্ধারকৃত রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

বুধবার (১২ মার্চ) রাত ৮টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী চক্রের এই অপতৎপরতা ব্যাহত করে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সমুদ্র উপকূল দিয়ে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চলছিল।

পুলিশের অভিযানের খবর পেয়ে ১০ থেকে ১৫ জন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে গেলেও নেজাম উদ্দিনকে আটক করা সম্ভব হয়।

উদ্ধারকৃত ১৮ জনের মধ্যে ৫ জন শিশু, ১১ জন নারী এবং ২ জন পুরুষ রয়েছেন। ভুক্তভোগীদের বরাতে ওসি জানান, পাচারকারী চক্র নানা প্রলোভন দেখিয়ে তাদের মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে সমুদ্র উপকূলে জড়ো করেছিল।

পাচারকারী নেজাম উদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
You've reached the end of the articles.