সৌদি থেকে উড্ডয়নের পর ফ্লাইটে বোমা হামলার হুমকি

Saudi al

বোমা হামলার হুমকির পর জেদ্দা থেকে জাকার্তাগামী সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমান পথ পরিবর্তন করে নিরাপদে অবতরণ করেছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। বিমানটি ইন্দোনেশিয়ার অন্য একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করার পর বিষয়টি নিশ্চিত করেছে বিমান সংস্থাটি। সমস্ত যাত্রী এবং ক্রু নিরাপদে রয়েছেন বলেও জানিয়েছে সৌদিয়া এয়ারলাইন্স।

বিমান সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, বিমানে বোমা থাকার দাবিতে ই-মেইলে হুমকির পর বিমানটি পথ পরিবর্তন করতে বাধ্য হয়। এয়ারলাইন্সের কর্পোরেট জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল-শাহরানি আল আরাবিয়াকে জানিয়েছেন, নিরাপত্তা সতর্কতার প্রতিক্রিয়ায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইট SV5276-কে মেদানের কুয়ালানামু আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তরিত করা হয়েছিল।

তিনি আরও বলেন, বিমানটি নিরাপদে অবতরণ করার পর যাত্রী এবং ক্রুদের নিরাপদে বিমানটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরে জানা যায়, বিমানটি নিরাপদ ছিল এবং বোমা থাকার যে হুমকি ছিল সেটি মিথ্যা। এরপরেও আল-শাহরানি বলেন, যাত্রীদের নিরাপত্তাই সৌদিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize