সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামে শুরু হয়েছে পবিত্র কোরআনের প্রাচীন ও বিরল পাণ্ডুলিপির বিশেষ প্রদর্শনী। এতে হজযাত্রীরা এক হাজার বছরেরও বেশি পুরনো কোরআনের কপি সরাসরি দেখার বিরল সুযোগ পাচ্ছেন।
মসজিদুল হারামের তৃতীয় সম্প্রসারণ এলাকায় এই সচেতনতামূলক আয়োজনটি উদ্বোধন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো—হজযাত্রীদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতা সমৃদ্ধ করা, পবিত্র কোরআনের বার্তা ছড়িয়ে দেওয়া এবং ইসলামের মূলনীতি—সহনশীলতা ও ভারসাম্য—প্রতিফলন ঘটানো।
প্রদর্শনীর আয়োজন করেছে হারামাইন শরীফাইনের ধর্মীয় বিষয়ক কার্যালয়। এই উদ্যোগ কোরআনের ঐতিহাসিক গুরুত্ব ও বৈশ্বিক প্রাসঙ্গিকতাকে সামনে নিয়ে এসেছে, যা দর্শনার্থীদের ধর্মীয় উপলব্ধিকে আরও গভীর করবে।
আরও পড়ুন
সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা গেছে, কার্যালয়ের প্রধান শায়খ আব্দুর রহমান আস-সুদাইস এই প্রদর্শনীকে সৌদি নেতৃত্বের ধর্মীয় ও জ্ঞান ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতির প্রতিফলন বলে উল্লেখ করেছেন।
প্রদর্শনীতে হস্তলিখিত প্রাচীন কোরআন, কাঠের ফলকে খোদাই করা আয়াত এবং নানান ঐতিহাসিক মূল্যবোধসম্পন্ন পান্ডুলিপি স্থান পেয়েছে। লাখো হজযাত্রী এই অনন্য আয়োজনের মাধ্যমে ইসলামের প্রাচীন ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হওয়ার সুযোগ পাচ্ছেন।