কত দিন স্থগিত থাকবে সৌদির ভিসা

How long will Saudi visas be suspended?

বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ওয়ার্ক ও ওমরাহ ভিসা প্রদান স্থগিত করেছে সৌদি আরব। এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ৩১ মে থেকে এবং তা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। একইসঙ্গে পারিবারিক ভিসা ইস্যুর ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আরব টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ ছাড়াও যেসব দেশ এই সিদ্ধান্তের আওতায় রয়েছে, সেগুলো হলো—ভারত, পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো।

সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ মে’র আগে যাদের ভিসা ইস্যু হয়েছে, তারা এই সময়ের মধ্যে সৌদি আরব প্রবেশে জটিলতার সম্মুখীন হতে পারেন। মূলত হজযাত্রীদের আগমন ও নিরবচ্ছিন্ন বিদায় নিশ্চিত করতেই এই সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, ৪ জুন শুরু হওয়া এবারের হজ কার্যক্রম ৭ জুন পর্যন্ত চলে এবং হাজিদের একটি বড় অংশ জুনের শেষ নাগাদ সৌদি আরব ত্যাগ করবেন। এ প্রেক্ষিতেই সৌদি কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও সৌদি সরকার বাংলাদেশসহ একই ১৪টি দেশের নাগরিকদের জন্য ভিসা নীতিতে পরিবর্তন এনেছিল। তখন থেকে এসব দেশের জন্য শুধুমাত্র একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল এন্ট্রি) ভিসা চালু করা হয়, যার মেয়াদ সর্বোচ্চ ৩০ দিন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post