প্রবাসে থেকেও নিজ দেশের কোরবানির আনন্দ ও আত্মত্যাগের মহিমা ভাগ করে নিতে সৌদি আরবের রিয়াদে বসছে প্রবাসী বাংলাদেশিদের জন্য গরুর হাট। এ আয়োজন করেছে আল তাসবিহ এগ্রোফার্ম, ইতোমধ্যেই এই খবর প্রবাসীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
আজিজিয়া এলাকায় অবস্থিত ফার্মটিতে এবার থাকছে বাংলাদেশ থেকে আনা উন্নত জাতের কোরবানির গরু, যেগুলো স্বাস্থ্যসম্মতভাবে লালন-পালন করা হয়েছে। হাটে মিলবে ওজন অনুযায়ী বিভিন্ন দামের গরু, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ক্রেতাদের সাধ্যের মধ্যে রেখে। বিশেষভাবে প্রবাসীদের সময় ও চাহিদার কথা মাথায় রেখে রাখা হয়েছে অনলাইন বুকিং সুবিধা, হোম ডেলিভারি এবং হালালভাবে জবাইয়ের পর প্রফেশনাল কাটিং সার্ভিস।
আল তাসবিহ এগ্রোফার্ম-এর ব্যবস্থাপক তৌকির আহমেদ গণমাধ্যমকে জানান, প্রবাসে থেকেও যাতে প্রবাসীরা দেশীয় আবহে কোরবানি আদায় করতে পারেন, সে লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গরুগুলো স্বাস্থ্য পরীক্ষিত ও শারীরিকভাবে ফিট। আশা করা হচ্ছে, এই হাট প্রবাসীদের ঈদ আনন্দকে আরও পূর্ণতা দিবে।