বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুদের পুষ্টি সহায়তায় সৌদি আরব ৬৬৭ মেট্রিক টন খেজুর অনুদান দিয়েছে। এই মানবিক সহায়তা প্রদান করেছে কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি)-এর মাধ্যমে অনুদানটি বিতরণ করা হবে।
মঙ্গলবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই খেজুর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সৌদি দূতাবাসের প্রতিনিধি, ডাব্লিউএফপি-এর কর্মকর্তারা এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন কিং সালমান সেন্টারের প্রতিনিধি আবদুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে থাকতে পেরে সৌদি আরব গর্বিত এবং ডাব্লিউএফপি-এর চলমান খাদ্য সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করে তারা আনন্দিত।
আরও পড়ুন
এই অনুদানকৃত খেজুর কক্সবাজার ও ভাসানচরে বসবাসরত প্রায় ২,৫০,০০০ রোহিঙ্গা শিশুর মধ্যে বিতরণ করা হবে। শিশুদের পুষ্টি নিশ্চিত করতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সৌদি আরব রোহিঙ্গা জনগণের সহায়তায় ডাব্লিউএফপি-এর অংশীদার হিসেবে কাজ করছে। নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও অন্যান্য সহায়তার মাধ্যমে তারা এ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।