সৌদি আরবে কর্মরত রেমিট্যান্স যোদ্ধা এবং হাফার আল্ বাতেন ফেনী প্রবাসী ফোরামের সদস্য আবদুল আউয়াল পলাশ গত ১৪ মার্চ কর্মস্থলে সিঁড়ি থেকে পড়ে মারাত্মকভাবে আহত হন। ঘটনার পরপরই তাকে হাফার আল্ বাতেন কিং খালেদ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় গুরুতর আঘাত লাগায় তিনি এখন পর্যন্ত জ্ঞান ফিরে পাননি।
চিকিৎসকরা শুরুতে আশ্বস্ত করলেও দুই মাস পেরিয়ে গেলেও পলাশের জ্ঞান ফেরেনি। পলাশের ফুফাতো ভাই নূর উদ্দিন মিষ্টার জানান, মালিক পক্ষ সহযোগিতা না করায় তারা ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন। মালিককে বারবার অনুরোধ করেও সাড়া পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় তাকে এখনো হাসপাতালে রাখা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর অবস্থা অপরিবর্তিত থাকায় তাকে দেশে পাঠানোই এখন সবচেয়ে ভালো সমাধান। কিন্তু পলাশকে দেশে পাঠাতে বিপুল অর্থের প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।
আরও পড়ুন
আবদুল আউয়াল পলাশ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। নিজের জীবন বাজি রেখে দেশের অর্থনীতিকে সচল রাখতে দিনরাত পরিশ্রম করেছেন তিনি। অথচ আজ তিনি নিজেই হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন।
এমতাবস্থায়, পলাশকে দ্রুত দেশে ফিরিয়ে এনে সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের অনুরোধ জানিয়েছেন তার পরিবার ও প্রবাসী সংগঠনের সদস্যরা। তারা আশাবাদী, মানবিক বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবেন।