সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট নিজের কাছে রাখার আহ্বান জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। সোমবার (আজ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি মালিকানাধীন বাসা, অফিস বা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট যেন কোনো অবস্থায় অন্যের হেফাজতে না থাকে। বরং তা অবশ্যই নিজ নিজ হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
পাসপোর্ট কারও কাছে না থাকলে দ্রুততম সময়ের মধ্যে বিষয়টি সংশ্লিষ্ট এলাকার সৌদি শ্রম অফিসকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। এটি শ্রম আইনের আলোকে একজন কর্মীর অধিকার রক্ষায় সহায়ক হবে বলে দূতাবাস জানিয়েছে।
আরও পড়ুন
এছাড়াও জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের টোল-ফ্রি নম্বর ৮০০১০০০১২৫-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে, যাতে প্রয়োজনীয় সহায়তা পাওয়া সম্ভব হয়।